মোঃ তাজুদুর রহমানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাইভেটকারে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ বহনকালে তিন যুবককে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার (৯অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনর্চাজ অরুপ কুমারের নেতৃত্বে এসআই সায়েম আহমেদ, এসআই শাহ আলম,
এএসআই তৈয়ব আলীসহ পুলিশের একটি দল ১৫ বোতল ভারতীয় মদ অফিসার চয়েজ বহনকালে প্রাইভেট কার ঢাকা মেট্রো-(ক ০৩-৩৩৯৭) কে শমশেরনগর শাহিন কলেজের পাশে ব্যারিকেট দিয়ে এই তিন যুবক কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৌলভীবাজার বর্ষিজোড়া এলাকার আব্দুল রহমানের পুত্র জাবেদ মিয়া (২৯) ছড়ার পাড় মাতার কাপন এলাকার তাজু মিয়ার পুত্র আফজল মিয়া (২৮) ও সুরুজ মিয়ার পুত্র হারিছ মিয়া (২২)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী মাদক সহ তিন যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ মাদক সেবন কিংবা পাচারে লিপ্ত থাকলে পুলিশ তাদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply