বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে দশঘরের হাওড়ে ধানক্ষেত থেকে ইউছুফ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ছিক্কা নোয়াগাও গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
খবর পেয়ে বুধবার দুপুরে ওসমানীনগরের সার্কেল সাইফুল ইসলাম ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থেল যান। তারা লাশের সুরতহাল করে মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
এসময় লাশের ডান চোখের পার্শ্বে একটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে মৃতের স্বজন ও স্ত্রী শাহারুন নেছা (৫০) তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবী করছেন। তিনি পুলিশ ও সাংবাদিকদের বলেন- পূর্ব বিরুধের জের ধরে কিছুদিন পূর্বে দেবর মুক্তার আলী গংদের সাথে তাদের একটি মারামারির ঘটনা ঘটেছে।
এঘটনায় ৮অক্টোবর মুক্তার আলীর স্ত্রী জুনাকি বেগম (২৮) বাদি হয়ে থানায় একটি মামলাও দায়ের করেন। মামলা নং-(৩)। মঙ্গলবার (৯অক্টোবর) বিকেলে ৫টার দিকে ওই মামলাটি তদন্তের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় বাদি পক্ষের লোকজনও সাথে ছিলো।
মাগরিবের নামাজ শেষে ইউসুফ আলী ঘর থেকে বেরিয়ে বাড়ির উত্তর দিকে যান। আর তিনি বাড়িতে ফিরে যাননি। এতে তিনি ইউসুফ আলীর ছোট ভাই মুক্তার আলীকেই সন্দেহ করছেন।
এসময় তিনি হাউমাউ করে কেঁদে কেঁদে ওসি’র গলে জড়িয়ে ধরে তার স্বামী হত্যার বিচার দাবি করেন। ওসি তাদেরকে বলেন অভিযোগ দিলে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply