বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া গ্রামে অগ্নিদগ্ধে একই পরিবারের ৬জন আহত ও অগ্নিদগ্ধ গৃহবধূ চম্পা বেগম নিহতের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
ঘটনার মূল হুতা রহিমপুর পূর্বপাড়া গ্রামের মৃত হুসন আলীর পুত্র আরশ আলী (৩৭) আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিলেট নগরী থেকে তাকে আটক করা হয়েছে। এর আগে এঘটনায় একই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী রেহেনা বেগম (২৫) কে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ।
আটকের পর তারা পুলিশের কাছে অগ্নিকান্ডের ঘটনার দায় স্বীকার করেছে। বুধবার দুপুরে বিশ্বনাথ থানায় প্রেস ব্রিফিং-এ এমন তথ্য জানিয়েছেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
গত ২৮ আগস্ট উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া গ্রামের দিবাগত রাতে নিজ বসতঘরে অগ্নিকান্ডে ফারুক মিয়ার পরিবারের ৬জন অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধরা ছিলেন- ফারুক মিয়া (৫০), তার স্ত্রী চাম্পা বেগম (৪৫), মেয়ে রিফা বেগম( ১৮), ছেলে এমাদ উদ্দিন (১৪), ইমরান আহমদ (১২) ও নিজাম উদ্দিন (১০)।
গুরতর অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চাম্পা বেগম, রিফা বেগম ও নিজাম উদ্দিনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাম্পা বেগম মারা যান।
এঘটনায় নিহত চম্পা বেগমের ভাই, উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আব্দুল মছব্বিরের পুত্র সফিক মিয়া বাদি হয়ে গত ১৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামী করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২১)।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply