আজকের স্বদেশ ডেস্ক::
সিরাজগঞ্জে একই ঘরে গলায় ফাঁস দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১০ অক্টোবর) বিকেলে শহরের রেলওয়ে কলোনীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রেলওয়ে কলোনী মহল্লার আব্দুল মান্নানের স্ত্রী সুমি খাতুন (৪০) ও তাদের মেয়ে মোছা. মালা খাতুন (১৪)। মালা খাতুন এস বি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, নিহত মালা স্থানীয় যুবক মানিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত তিন দিন আগে মালা ওই যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ঘরে ওঠে। পরে মালাকে তার বাবা-মা নিজ বাড়িতে ফিরিয়ে আনেন। গতকাল মালার বাবা মেয়ে ও স্ত্রীকে বেধরক মারপিট করেন। এ ঘটনায় বুধবার বিকেলে মা ও মেয়ে একই রুমে গলায় ফাঁস দেন। পরে আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply