স্বদেশ ডেস্ক::
বরগুনার তালতলী উপজেলায় বেড়াতে আসা ছোট বোন স্বামীর মারধর দেখে ফেলায় ক্ষোভ ও লজ্জায় বিষপানে আত্মহত্যা করেছে স্ত্রী শারিকা।
সোমবার সন্ধ্যায় উপজেলার তাঁতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার তাঁতিপাড়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে তারেকুল ইসলাম (২১) এ বছরের ফেব্রুয়ারি মাসে মামাতো বোন নোয়াখালী সদর উপজেলার শান্তিরহাট গ্রামের হেঞ্জু হাওলাদারের কন্যা শারিকাকে বিয়ে করেন। শারিকাকে বাবার বাড়িতে নেয়ার জন্য গত ৩ অক্টোবর তার ছোট বোন জেসমিন আকতার আসেন।
ঘটনার আগমুহূর্তে স্বামী তারেকুলের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারেকুল শারিকাকে জুতো দিয়ে আঘাত করে। এ ঘটনা শারিকার ছোট বোন জেসমিন দেখতে পায়। এতে লজ্জিত হয়ে শারিকা স্বামীর সঙ্গে অভিমান করে ঘরে থাকা বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় শারিকাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন অর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই শারিকার মৃত্যু হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে কীটনাশকজাতীয় দ্রব্য খেতে মৃত্যু হয়েছে।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply