সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
”ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্য নিয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০১৮ উপলক্ষে সুনামগঞ্জ জেলা ও উপজেলার হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের আয়োজনে শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুনবী,
ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমত স্বামী হৃদয়ানন্দজী,রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ও সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতি করুণা সিন্ধু তালুকদার,
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান রঞ্জন রায়,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ,সাধারন সম্পাদক এডভোকেট বিশ^জিৎ চক্রবর্তী প্রমুখ।
চলতি বছর জেলায় ৩৮৬টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের স্ব স্ব অবস্থানে থেকে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন এটাই স্বাভাবিক।
ধর্ম যার যার উৎসব সবার কেননা ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে প্রতিটি ধর্মের মানুষ সেদিন স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আজকের স্বাধীনতা।
এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কোন জাতি গোষ্ঠি সংখ্যালঘু নয় সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবেন এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। এই দেশে সংখ্যালঘু তারাই যারা দেশে জঙ্গীবাদ সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করে সমাজে বিশৃংখলা ও দুর্বৃত্তায়ন সৃষ্টি করে তাদের স্বার্থ হাসিল করতে চান তারাই সংখ্যালঘু।
তিনি আরো বলেন এই দূর্গাপূজাকে ঘিরে পুরো জেলার প্রতিটি পূজামন্ডপে পুলিশ,র্যাব আনসার বাহিনীর পাশপাশি বিজিবি’র তিনস্থরের নিরাপত্তা বলয় তৈরী করা হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply