স্বদেশ ডেস্ক::
নিজের শিশুপুত্রকে গলা টিপে হত্যার পর লাশ গুম করার অপরাধে মুন্সীগঞ্জে মো. জুলহাস দেওয়ান (৫০) নামে এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এই আদেশ দেন। এ সময় জুলহাসকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, জুলহাস ২০১৪ সালের ১৩ অক্টোবর তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৫ বছরের শিশুপুত্র মো. সাহাদকে জোরপূর্বক চরমুক্তারপুরের বাড়ি থেকে নিয়ে যান। এরপর সাহাদের মা জুলহাসকে ফোন করলে জুলহাস সাহাদকে হারিয়ে ফেলেছেন বলে জানান।
অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে স্ত্রী তানিয়া আক্তার স্বামী জুলহাস ও দেবরকে আসামি করে ১৫ অক্টোবর মুন্সীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্র ধরে একই দিনে পুলিশ জুলহাসকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জুলহাসের স্বীকারোক্তি অনুয়ায়ী, নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নতুন চর সৈয়দপুর কয়লাঘাটা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে পুলিশ সাহাদের লাশ উদ্ধার করে।
জুলহাস স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার ছেলেকে গলা টিপে হত্যা করে ডোবায় ফেলে রাখেন বলে জানান।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply