আজকের স্বদেশ ডেস্ক::
পঞ্চগড় সদরের হোটেল এসকে প্লাজায় অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুই নারীসহ ৭জনকে আটক হয়েছে। সোমবার (৮অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে সময় অনৈতিক কাজের সময় তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (৯অক্টোবর) ৫৪ ধারায় তাদের নামে সন্দেহজনক মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশ আদালতে প্রেরণ করেছে।
পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) রবি এ তথ্য জানান।
তিনি বলেন, আটকরা হলেন— পঞ্চগড়ের ইসলামবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে হোটেল ম্যানেজার সুজন (২৬), নিউমার্কেট এলাকার আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান অপু (৩০), তুলারডাঙ্গা এলাকার সলেমান আলীর ছেলে রমজান (২৩), তুলারডাঙ্গা এলাকার রামপালের ছেলে অনিল দাশ (৪৫), তুলারডাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে নাজিমদ্দিন নাজিম (৩৪), পুরাতন ক্যাম্প নিমনগর এলাকার বরকত আলীর ছেলে সিদ্দিকুর রহমান (২২), পুরাতন পাম্প নিমনগর এলাকার কাজিমদ্দিনের ছেলে রাজু (২৭) ও দিনাজপুরের কোতয়ালী থানার বালুবাড়ি এলাকার এসএ রাজ্জাকুর রিপুর স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০), একই এলাকার মনজুরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৩১)।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply