আজকের স্বদেশ ডেস্ক::
ঝালকাঠির রাজাপুরে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গালুয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. বাবুল তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বাগড়ি-বাশতলা এলাকার ইউসা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল তালুকদার উপজেলার চাড়াখালি গ্রামের মৃত মো. মোন্তাজ তালুকদারের ছেলে।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর পশ্চিম চাড়াখালী হামেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ করে একটি প্রভাবশালী দল।
এ ঘটনায় ইউপি সদস্য বাবুল তালুকদারসহ ৩ জনের নাম উল্লেখ করে ২৫ সেপ্টেম্বর রাতে ওই শিক্ষার্থীর দাদা রাজাপুর থানায় ধর্ষণ মামলা করেন।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।