যুক্তরাজ্য হতে স্বাধীন হওয়ার দাবিতে শনিবার স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে রাজপথে নামেন হাজার হাজার স্কটিশ। ব্রেক্সিট নিয়ে জটিলতা নতুন করে স্বাধীনতার বিষয়টি সামনে এসেছে সেখানে।
এ বিক্ষোভের আয়োজন করে স্কটিশ ন্যাশনাল পার্টি। স্বাধীনতাপন্থি এ দলটির দখলে রয়েছে প্রাদেশিক পরিষদের প্রায় অর্ধেক আসন। রবিবার এ দলের বার্ষিক সম্মেলনকে ঘিরে বিক্ষোভের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ব্রেক্সিট ভোটের সময় ইউরোপ ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছিল স্কটল্যান্ডের জনগণ। কিন্তু ব্রিটেন ভোট দেয় বেরিয়ে যাওয়ার পক্ষে। এ নিয়ে এখন জটিলতা চলছে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে যুক্তরাজ্য হতে স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে গণভোটের আয়োজন করা হয়। এতে স্বাধীনতার বিরোধিতাকারী জয় পায়। শনিবার বিক্ষোভের সময় ব্রিটেনের পতাকা নিয়ে পাল্টা বিক্ষোভ দেখায় তারাও।
সূত্র: রয়টার্স
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply