বিশেষ প্রতিনিধি::
আজ সোমবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে দিনে দুপুরে বাসার তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির সময় দুই চোরকে জনতা আটক করেছেন। তাদেরকে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
জনাযায় গতকাল সকাল ১১টার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে শিক্ষক মীর জিয়াউর রহমানের বাসার তালা ভেঙ্গে দুই চোর বাসার মালামাল তছনছ করে পালানোর সময় ঐ শিক্ষক বাসায় হাজির হলে চোর দুইজনকে দেখতে পান।
এসময় তিনি চিৎকার করলে প্রতিবেশী লোকজন এসে দুই চোরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। আটককৃত চোরেরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার বাশকলা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র শফিক মিয়া(৪৫) ছাতক উপজেলার রাজারগাও রহমতবাগ গ্রামের চেরাগ আলীর পুত্র বাবুল মিয়া(৪০) পরে জনতা তাদেরকে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারের ওয়ার্কশপে চুরি করার সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাদের ১ সঙ্গী চোর পালিয়ে যায়। রবিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের হাজী রফাত উল্লার পুত্র মজনু মিয়া(৪০), একই গ্রামের আলতা মিয়ার পুত্র দুলাল মিয়া(৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় ৩ জনের একদল সংঘবদ্ধ চোর উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারের শুকুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পিছনের স্টিলের দরজা ভেঙ্গে প্রবেশ করে।
এ সময় ওয়ার্কশপের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ২-৩জন যুবক প্রাইভেটকার নিয়ে চৌধুরী বাজার দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের চোখে পড়ে।
এ সময় দৌড়ে তাদের দুইজনকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply