আজকের স্বদেশ ডেস্ক::
জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমীন এর বদলী জনিত বিদায় অনুষ্ঠান রোববার রাত ৮টার দিকে জকিগঞ্জ বাজারস্থ সেতুবন্ধন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুবন্ধনের সভাপতি খালেদ মহিউদ্দিন আজাদ। প্রভাষক নজরুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন। তিনি বক্তব্যে বলেন জকিগঞ্জে দীর্ঘ ৩বছরের অধিক সময় দায়িত্বপালন করেছি।
চেষ্টা করেছি, মানবিক ও সামাজিক কাজ করার। ছাত্র জীবনে অনেক সংগঠনে জড়িত ছিলাম। এখানে এসে সেতুবন্ধনের মতো ভালো সংগঠন পেয়ে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ জন্য তিনি সংগঠনের সভাপতি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন জকিগঞ্জ-শেওলা-সিলেট সড়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছি, যাতে জকিগঞ্জে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
সাধ্যমতো প্রায়ই মানবিক ও সামাজিক কাজ করেছি। তিনি ভবিষ্যতে আরও বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন আমি যেখানেই যাই না কেনো, জকিগঞ্জকে ভূলতে পারবো না। এখানকার মানুষ ও প্রাকৃতিক পরিবেশ আমাকে বিমোহিত করেছে। সেটি কখনও ভূলবার নয়।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ বলেন আপনি কখনো আমাদের ভূলবেন না। একজন স্বজ্জন মানুষ হিসেবে আমরাও কখনো আপনাকে ভূলবো না। সেতুবন্ধনের সভাপতি খালেদ মহিউদ্দিন আজাদকে সম্পর্কের সেতু আখ্যায়িত করে ধন্যবাদ দেন।
জকিগঞ্জ সার্কেলের অ্যাডিশনাল এসপি মোস্তাক সরকার বলেন আমার খুবই প্রিয় মানুষ হিসেবে আজীবন হৃদয়ে থাকবেন। অত্যন্ত স্বজ্জন, মানবিক, সামাজিক ও বড় মনের মানুষ খাইরুল আমীন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার স্মৃতিগুলো আমাদেরকে কষ্ট দেবে। যেখানে ই থাকুন না কেনো, আমাদের ভূলবেন না।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: নিয়াজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমানা হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো: আবুল মাসুদ, সিনিয়র প্রভাষক মনোয়ার কায়সার, আতাহার আলী সরকার,
মো: বেলাল হোসেন, রফিকুল ইসলাম সোহেল, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈয়বুর রহমান, হাবিব উল্লাহ ভূইয়া, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, হযরত আলী, আবু ইসহাক, সিরাজুল ইসলাম, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, সেতুবন্ধনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাফিস শাহরিয়ার। মানপত্র পাঠ করেন সিনিয়র প্রভাষক মনোয়ার কায়সার।
সভাপতির বক্তব্যে খালেদ মহিউদ্দিন আজাদ বলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন আমাদের আত্মার আত্মীয়। তার স্মৃতিগুলো কখনও ভুলা যাবে না।স্মৃতিচারণে তিনি সেতুবন্ধনের প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা জ্যোতির্ময় সরকারের কথা স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন এর নতুন কর্মস্থল চট্রগ্রাম মেট্রোপলিটন বিচারিক আদালত ১ এ যোগদান করবেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply