আজকের স্বদেশ ডেস্ক::
কয়েকদিন ধনে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে করছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিযোগের আঙুল তারই একটি হিট ছবির পরিচালক বিকাশ বহেলের দিকে।
২০১৪ সালে কঙ্গনার ‘কুইন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সাফল্য পায় সিনেমাটি। আর সেই সিনেমারই পরিচালক বিকাশ বহেল। কঙ্গনার অভিযোগ তারই বিরুদ্ধে।
সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘কুইন’ সিনেমাটি তৈরির সময়েই বিকাশ বিয়ে করেন। বিকাশের সঙ্গে আমার দেখা হতো। তিনি তখন আমাকে চেপে জড়িয়ে ধরতেন।
আর আমার চুলের গন্ধ শুখতে শুরু করতেন বিকাশ। তিনি আমার ঘাড়ে মুখ গুজে বলতেন, তোমার শরীরের গন্ধটা আমার খুবই পছন্দের। তখন আমি বলতাম কী উল্টোপাল্টা বকছেন?
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply