ফজলুল করিম সুমন::
“দেশ আমার, দায়িত্ব আমার, পরিস্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এ শ্লোগানকে সামনে রেখে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার ছাতকে পরিস্কার পরিচন্নতা অভিযান অনুষ্টিত হয়েছে। ছাতক উপজেলা পরিষদ চত্বর এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনিয়া সুলতানা। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মুহিবুর রহমান সুহানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান রাজু’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় অনুষ্টিত আলোচনা সভায় উপজেলা যুবলীগ নেতা কাওসার আহমেদ, ছাতক টেকনিক্যাল ইনিসটিটিউটের পরিচালক কামরুল হাসান সবুজ, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সুমন, অর্থ সম্পাদক উজ্জল আহমেদ, সহ-প্রচার সম্পাদক জুনায়েদ আহমেদ শুভ, কার্যকরী সদস্য আমিনুল হক দুর্জয়, আলী আকবর, শাহীনুর রহমান, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক, মোঃ হুমায়ুন কবির, প্রস্তাবিত ছাতক উপজেলা শাখার সদস্য জাকির হোসেন সোহাগ, জুবায়ের হোসাইন, মাহফিজুর রহমান তুহিন, বিজয় লাল শিকদার, লায়েক আহমেদ, জাকির আহমেদ, জহিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য বিগত ২০১৫ সালের ২২ডিসেম্বর থেকে ‘‘অন্ধকার অন্মোচনে আলো’র অগ্রযাত্রা” এ স্লোগানকে সামনে রেখে, অসহায় মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দান, নতুন নতুন রক্ত দাতা তৈরীর লক্ষে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারী প্রতিষ্ঠানে ও গ্রাম-অঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি, সুবিধা বঞ্চিত শিশুদের ও গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ, শ্রদ্ধার সাথে বিভিন্ন জাতীয় দিবস পালন, পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পালন করে আসছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply