আন্তর্জাতিক ডেস্ক::
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ। অধ্যাপক উইলিয়াম নর্ডহাউস ও পল রমার জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে একীভূত করে সংখ্যাত্মক একটি মডেল তৈরির জন্য এ পুরস্কার পেয়েছেন।
সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পুরস্কার ঘোষণা করেছে। সংখ্যাত্মক মডেলে অর্থনীতি এবং জলবায়ুর মধ্যে পারস্পরিক কাজের বিস্তারিত বর্ণনা করেছেন।
কীভাবে অর্থনৈতিক শক্তিগুলো নতুন নতুন ধারণা এবং উদ্ভাবন সৃষ্টির জন্য সংস্থাগুলোর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে তা দেখিয়েছেন নিউইয়র্কের ইউনিভার্সিটি ইস্টার্ন স্কুল অব বিজনেসের অধ্যাপক রমার।
সূত্র: রয়টার্স।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply