আজকের স্বদেশ ডেস্ক::
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুই দিনের সফরে রংপুর যাচ্ছেন।
আগামীকাল সোমবার ৯৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সোমবার বেলা সাড়ে ১০টায় এরশাদ রংপুর সার্কিট হাউসে উপস্থিত হবেন। বেলা সাড়ে ১১টায় মাহিগঞ্জ কলেজ শিক্ষক নিয়োগ বোর্ডে অংশ নেবেন।
পরদিন মঙ্গলবার বেলা ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।
আজকের স্বদেশ/আবু বকর
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।