ছাতক প্রতিনিধিঃ
ছাতকের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ডলি রানী দাসের পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সষ্ট্রাকটর মোস্তফা আহসান হাবিব,
সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি রাশিদা আহমদ ন্যান্সি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন রায়। বক্তব্য রাখেন, মা অভিভাবক অর্পনা সেনগুপ্ত, জাকিয়া সুলতানা, মা অভিভাবক ও শিক্ষিকা শিল্পী পাল, জাহানারা বেগম, উজ্জ্বলা সরকার প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।