দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার থেকে অপহরনের ৫ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার ও অপহরন কারী গ্রেফতার। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাজার গাঁও গ্রামে। অপহৃত শিশুটি হচ্ছে রাজারগাঁও গ্রামের ইন্দ্র রন চন্দ্রের পুত্র রাহুল চন্দ্র দাস(৫)।
পুলিশের হাতে গ্রেফতার অপহরণ কারী একই গ্রামের রমন চন্দ্র শীলের পুত্র কৃপেন্দ্র চন্দ্র শীল(২৯)। পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায় রাহুল চন্দ্র(৫), রবিবার সন্ধা ৬ ঘটিকার সময় বাড়ির সামনে একা বের হলে কৃপা চন্দ্র শীল ও তার অপর সহযোগী মিলে রাহুলের মুখ চেপে ধরে অপহরণ করে মোটর সাইকেল যোগে নিয়ে যায়।
পরে রাহুল কে তার মা বাবা কোথাও খুঁজে না পেয়ে ছাতক রাহুলের মামার বাড়িতে খবর দেয় তারা। অপহরনকারীরা ভারাটিয়া মোটর সাইকেলে করে রাহুলকে নিয়ে যাবার সময় বার বার কান্নাকাটি করছিল এবং তার মায়ের কাছে যাবার জন্য আকুতি করছিল।
নোয়ারাই বাজারে যাবার আগেই মোটর সাইকেল ড্রাইভারকে বিদায় দিয়ে রাহুলকে রিক্্রায় করে নিয়ে যাবার সময় বেস কান্না কাটি করছিল এবং তার কান্নাকাটি সামাল দিতে না পেরে রাহুলকে রিক্্রায় রেখে অপহরণকারী দুই জনই পালিয়ে যায়। এসময় রাহুলের কান্নাকাটি দেখে উৎকোচ জনতা ভীড় জমান পরে রাহুলের মামার বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে।
এখবর দোয়ারাবাজার থানা পুলিশের কাছে পৌচলে পুলিশ সাথে সাথে অভিযান চালায়, অপহরণকারী ছাতকের নোয়ারাই এলাকা থেকে পালিয়ে এসে তার নিজ বাড়ির কাছে আসলে রাতেই এলাকাবাসীর সহযোগীতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এব্যপারে দোয়ারা থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, পারিবারিক শত্রুতার জেড়ে শিশুটিকে অপহরণ করে গ্রেফতারকৃত অপহরণকারী। পালিয়ে যাওয়া অপর অপহরণকারীকে সনাক্ত করা হয়েছে তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply