আজকের স্বদেশ ডেস্ক::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, হাইকোর্টের নির্দেশনা রয়েছে খালেদা জিয়া ইচ্ছা করলে তার পছন্দ অনুযায়ী ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিফলিত হচ্ছে না৷ এখন আমরা দেখব যে, এই ডাক্তার নিয়ে ম্যাডাম সন্তুষ্ট কিনা৷ যদি না হন তাহলে আমরা আবার হাইকোর্টে যাব৷
রোববার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে মওদুদ অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে পরিচালকের সঙ্গে দেখা করেন।
পরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে মওদুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুণের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি এবং হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা মেনে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বলেছি। যে অবস্থায় উনাকে রাখা হয়েছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
তিনি বলেন, আর একটি বিষয় হলো তার পরিচর্যায় থাকা ফাতেমার বিষয়টি স্পষ্ট করেছি। তিনি গত ৮ মাস ধরে খালেদা জিয়ার সাথে আছেন। তাকে রাখার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে। সে বিষয়টিও আমরা জানিয়েছি।
এর আগে ব্যারিস্টার মওদুদের নেতৃত্বে চার সদস্যের একটি আইনজীবী দল বিএমএসএসইউতে যান খালেদা জিয়ার সাথে দেখা করবেন বলে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি পাননি।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply