আজকের স্বদেশ ডেস্ক::
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে জামিন বৃদ্ধির আবেদন ও রাষ্ট্রপক্ষের করা জামিন বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে আগামী ১৪ অক্টোবর রায় দেবেন আদালত।
এ মামলায় শুনানি স্থগিত করে রায়ের তারিখ ঘোষণার রাষ্ট্রপক্ষের আবেদনের উপরও একই দিন আদেশ দেয়া হবে। এছাড়া এ মামলার কার্যক্রমের মুলতবী চেয়ে আসামিপক্ষের করা আবেদনর ব্যাপারেও ওইদিনই আদেশের দিন ধার্য করা হয়েছে।
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান আজ রোববার এ আদেশ দেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply