মোঃ তাজুদুর রহমান::
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ বছরের প্রাক্তন সভাপতি, শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক ও প্রকাশক প্রথিতযশা সাংবাদিক শ্রী গোপাল দেব চৌধুরী প্রথম প্রয়াণদিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গল প্রেসক্লাব আয়োজন করে এক স্মরণ সভার।
আজ ৬ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথির আলোচনা করেন-বিএফডিসি’র সাবেক মহাপরিচালক পীযূষ বন্দোপাধ্যায়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক সৌমিত্র দেব, অধ্যাপক অবিনাশ আচার্য।
আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, সাংবাদিক মামুন আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমদ, সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ বিভিন্ন প্রিন্টি ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা প্রয়াত গোপাল দেব চৌধুরীর বর্ণাঢ্য জীবনের নানা বিষয়ে আলোচনা করেন। গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৪ সালের ২৫ জুলাই থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলে তিনি।
এছাড়াও তিনি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, শ্রীমঙ্গলের রামকৃষ্ণ সেবাশ্রম’র কার্যকরী সভাপতি, শ্রীমঙ্গল ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply