সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে কিনা সরকার বলতে পারবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবেনা।
কিছু কিছু জায়গায় ব্যবহার করা হবে। ইভিএম ব্যবহার করতে হবে গণপ্রতিনিধিত্বশীল ১৯৭২ এর আদেশে সংশোধণী আনতে হবে। সংশোধনীর জন্য সরকারের কাছে এটি পাঠানো হয়েছে। সংসদে পাশ হলেই ইভিএমএর আইনী ভিত্তি স্থাপিত হবে।
আজ শনিবার বিকেলে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলা ২০১৮ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply