ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় একটি দোকানকোটা ভাংচুরসহ স্বামী-স্ত্রী আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছে দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোস্তাক আলী (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫০)। তাদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বড়কাপন পয়েন্টের একটি দোকান কোটা ও বাড়িয়ান ভুমি নিয়ে মোস্তাক আলীর সাথে একই গ্রামের মাসুক মিয়ার পুত্র আব্দুল মালিকের বিরোধ চলে আসছিল।
দোকানে সংস্কার কাজ করার সময় দুপুরে মোস্তাক আলীর উপর হামলা চালায় প্রতিপক্ষরা। স্বামীকে রক্ষা করতে এসে হামলার শিকার হয় সাহেরা বেগম। এসময় হামলাকারীরা বিরোধকৃত দোকানকোটাও ভাংচুর করে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply