সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে গেছে। চারদিকে উন্নয়নের সয়লাব। দেশে সাড়ে ৪ হাজার ডিজিটাল সেন্টার খোলা হয়েছে। ৯ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই সেবা পাচ্ছে।
তিনি কৃষি ও কৃষক সম্পর্কে বলেন, কৃষি হতে পারে জীবনমান উন্নয়নের মেরুদন্ড। এ জেলায় ৬ মাস বর্ষা ৬ মাস শুকনা থাকে। বর্ষায় ভাসমান চাষাবাদ করলে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে। তেমনি জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।
এবার ১০ লক্ষ মে: টন ধান উৎপাদন হয়েছে। জেলার ৪ লক্ষ মে: টন চাহিদা মিটিয়ে ৬ লক্ষ মে: টন উদ্বৃত্ত রয়েছে। কৃষিতে আন্তরিক হলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কৃষি ও কৃষককে সম্মান জানালে কৃষিতেই কর্মসংস্থান সৃষ্টির অফুরন্ত সম্ভবনা রয়েছে।
তিনি আজ শনিবার সন্ধ্যায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে কৃষি ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহম্মদ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৮ বর্ডারগার্ড এর অধিনায়ক লে: কর্ণেল মো: মাখসুদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল মোমেন প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply