কুলাউড়া(মৌলভীবাজার)প্রতিনিধি::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী মাদার অব হিউম্যানিটি দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা শিক্ষা সম্প্রসারণের লক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী সর্বোচ্ছ বিদ্যাপিঠ লংলা আধুনিক ডিগ্রি কলেজে ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ৪ তলা আইসিটি ভবন উদ্ভোধন করেন মৌলভীবাজার ২ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন।
শনিবার (৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় লংলা আধুনিক ডিগ্রি কলেজে নব নির্মিত ৪ তলা আইসিটি ভবণ শুভ উদ্ভোধন হয়। উদ্ভোধন উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সভাপতিত্বে ও প্রদর্শক সমরেশ দাস রায় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ২ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. পারভেজ ইমন, কলেজ গভাণিং বডির সদস্য মো. নজিব আলী, বাবু হরিপদ দাস, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, কুলাউড়া রিপোর্টারস ইউনিটের সভাপতি সৈয়দ আশফাক তানভীর, প্রভাষক গোলাপ মিয়া, মাজহারুল ইসলাম, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএস শিক্ষার্থী এম. এ আহাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেন। উদ্ধোধনের সময় দোয়া পরিচালনা করেন রবিরবাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল জব্বার।
আলোচনা শেষে প্রধান অতিথির হাতে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের সকল শিক্ষকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক নাজমাবানু, শাহনাজ বাহার, প্রভাষক হানিফ মিয়া, হেলাল খান, আতিকুজ্জামান, আকতার হোসেন, খালেদ আহমদ সহ সকল রাজনৈতিক নেত্রীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply