জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কার নিয়ে বিগত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে পোষ্ট দিয়ে আসছেন অত্র এলাকার ক্রীড়া প্রেমিক জনতা। অত্র ইউনিয়নের এক মাত্র খেলার মাঠকে খেলার উপযোগী করতে দাবি জানিয়ে আসছেন তারা।
জানা যায়, উপজেলার কয়েকটি খেলার মাঠের মধ্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ একটি যেখানে উপজেলার বড় বড় কয়েকটি ম্যাচ সহ গ্রাম বাংলা হারিয়ে যাওয়া ফুটবল খেলাকে বুকে লালন করে অত্র এলাকার সকল ফুটবল খেলোয়ার এই মাঠে খেলে যাচ্ছেন।
তাঁদের দাবি খেলার মাঠটি সংস্কার করানোর ব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, মাঠের অসুবিধার কথা বিভিন্ন দায়িত্বশীলদের জানানো হলেও সেটি সংস্কারের ব্যবস্থা হয়নি।
এ ব্যাপারে ইউনিয়নের কয়েকজন ফুটবল খেলোয়ারের সাথে আলাপ করে জানা যায়, বিগত দুই থেকে তিন বছর আগেও এই মাঠে বর্ষা মৌসুমেও পুরোধমে ফুটবল খেলা হয়েছে। কিন্তু মাঠের পানি চলাচলের বাধাঁ সৃষ্টি করায় বর্ষা মৌসুমে তো দুরের কথা শুস্ক মৌসুমে অনুপোযোগী হয়ে পড়েছে খেলার মাঠটি।
অত্র ইউনিয়নের মধ্যে কয়েকটি গ্রামের শিশু-কিশোরদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে। খালি পড়ে থাকা জমি দখলের পরিক্রমায় এখন খেলার মাঠ খুঁজে পাওয়া যায়না। অনেক খেলার মাঠগুলো নদী ভাঙ্গন ও অধিকাংশই বেদখল হয়ে গেছে।
বর্তমানে হাতে গোনা কয়েকটি গ্রামে খেলার মাঠ রয়েছে, সেগুলোর অবস্থাও ভালো নয়। ফলে অধিকাংশ শিশু-কিশোর খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।
এ মাঠটি যদি সংস্কারের অভাবে হারিয়ে যায় তাহলে মাঠ সাথে সংশিষ্ট ফুটবল খেলোয়ারা নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়বে।
চলতি বর্ষা মৌসুমে অত্র মাঠটিতে বন্যার পানি প্রবেশ করে শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। ঘাঁষ উঠে কাঁদা ও গর্তের সৃষ্টি হয়েছে, একটু বৃষ্টিতেই এই মাঠে খেলার অনুপযোগী হয়ে পড়ে। এখন ফুটবল খেলাও দুষ্কর হয়ে পড়েছে সেখানে।
ক্রীড়াপ্রেমী অনেকেই জানান, আমরা বৃষ্টির সময় ফুটবল খেলছি। তবে মাঠের অবস্থা খারাপের কারণে পড়ে গিয়ে মাঝে মধ্যে অনেকেই আহত হয়েছেন। ক্রীড়া সংগঠনরে অনেকেই জানান, অবিলম্বে মাঠ সংস্কার করা জরুরি।
সাবেক অনেক ফুটবলারা জানান, মাটি ভরাটসহ অন্যান্য সংস্কার করা সময়ের দাবি। মিনি স্টেডিয়াম তৈরির জন্য দীর্ঘদিন ধরে দাবি উঠেছে কিন্তু এ দিকে কেউ নজর দিচ্ছেনা। মাঠটি অবিলম্বে সংস্কার ও রণাবেক্ষনের জন্য সংশিষ্টদের সকলের প্রতি দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমিরা।
এ ব্যাপারে জানতে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম রানা সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সরজমিন পরিদর্শন করে মাঠে অবস্থা অনুযায়ী কাজের ব্যাপারে উপর মহলের সাথে আলোচনা করবো। বর্তমানে মাঠ সংস্কারের কোন বাজেট নাই।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply