মোঃ আবুল কালাম জাকারিয়া,জামালগঞ্জ::
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে অায়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই সাথে কণ্ঠ মিলিয়ে উক্ত স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর বর্ণাঢ্য শোভাযাত্রা জামালগঞ্জ উপজেলা কার্যালয় থেকে শুরু হয়।
শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জামালগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্তর মাঠে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল-ইমরান, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস চেয়ারম্যান মু.রশিদ আহমদ, জামালগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমার(ভারপ্রাপ্ত), জামালগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃসহ উপজেলার সর্বস্থরের জনগণ অংশগ্রহণ করেন।
জামালগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্তরে উক্ত উন্নয়ন মেলায় উপজেলা পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা পরিসংখান, বন ভিবাগ, কাস্টমস, মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সকল ব্যাংক, সকল ইউপি অফিস, ইসলামিক ফাউন্ডেশনসহ মোট ৩৩টি স্টল এতে অংশ গ্রহণ করে।
প্রধানমন্ত্রীর সম্প্রচার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল-ইমরান প্রতিটি স্টল গুরে গুরে পরিদর্শন করেন।
পরিশেষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ, ভিক্ষুক মুক্তকরণ, মাদক নিয়ন্ত্রন ও বাল্য বিবাহরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সাচনা বাজার ইফার রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ার টেকার মাওঃ আব্দুল আওয়ালের সঞ্চলনায় এতে সভাপতিত্ত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার মাওঃ সিরাজুল ইসলাম ও নিকাহ রেজিষ্টারর আব্দুল মুকিত।
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল-ইমরান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, দশগ্রাম কুকড়াপশি মহিলা মাদরাসার মুহতামিম আলী আকবর, শিক্ষক আবুল কালাম, কবির প্রমুখ।
বক্তারা সকলেই সন্ত্রাস-জঙ্গীবাদ, ভিক্ষুক মুক্তকরণ, মাদক নিয়ন্ত্রন ও বাল্য বিবাহরোধে গুরুত্ত্বপুর্ণ আলোচনা পেশ করেন। পাশা-পাশি বর্তমান সর্কারের উন্নয়নের কথাও উল্লেখ করে বলেন, ইফা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই এই জন্য যে, বর্তমান প্রধানমন্ত্রী যে মিশনকে সামনে রেখে কাজ করছেন সেই বিষয়গুলো আজ ইফা কর্তৃপক্ষ বেচে নিয়েছেন।
আসলে আমাদের এই বিষয়গুলো ভুলেগেলে চলবেনা। কারণ যে বিষয়গুলো আজ ইফা হাতে নিয়েছে এর একটা বিষয়ও যদি পুর্ণ সমাধান না হয়, তাহলে আমাদের মিশন একশ পার্সেন্ট হবেনা। তাই ইমামদের এ বিষয়ে শীর্ষক আলোচনাসহ অগ্রণী হওয়ার আহবান জানান বক্তারা।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply