মোঃ তাজুদুর রহমানঃ
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে মৌলভীবাজারে বিভিন্ন সংগঠন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেটের বিভাগীয় কমিশনার মেছবাহ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিলেট বিভাগ)মতিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মো: ফজলুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসীম উদ্দিন। মেলায় মহিলা অধিদপ্তর, জেলা কারাগার, খাদ্য সংস্থা, কৃষি বিভাগ, ভোক্তা অধিকার, চা গবেষণা ইন্সটিটিউটসহ ১১২টি স্টল স্থান পাবে। এছাড়া এই মেলায় ১০জন শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে।
এছাড়া পর্যটনের উপর মেলায় একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হবে এবং সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply