জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশের অভিযানের মোটর সাইকেল উদ্ধার করে ৩ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নবীগঞ্জ থানার আমড়াখাই গ্রামের কালী কুমারের ছেলে লিটন শ্রী কৃষন (২৪), নোয়াপাড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে রুযেল মিয়া (২২), বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের মৃত আ.মালেকের ছেলে সিদ্দিক মিয়া (২৮)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার সিনিয়র এএসপি মাহবুবুর রহমান, জগন্নাথপুর সার্কেল এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) নব গোপাল দাশ এর সাবির্ক তত্বাবধানে অত্র থানার এসআই লুৎফুর রহমান, এসআই অনিক চন্দ্র দেব, এএসআই শাহজামাল ও সহ একদল পুলিশ
জগন্নাথপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে থানার মামলা নং-০২, তারিখ-০৪-০৮-১৮থ্রিঃ, ধারা-৩৭৯ দঃ বিঃ এর সন্ধিগ্ধ আসামী আন্তজেলা মোটর সাইকলে চোর চক্রের সক্রীয় সদস্য লিটন শ্রী কৃষন (২৪), রুযেল মিয়া (২২), সিদ্দিক মিয়াকে ০১টি রেজিঃ বিহীন ফ্রিডম ১০০ সিসি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের আজ বৃহ:বার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply