জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে রানীগঞ্জ বাজারে ফেরী ঘাটে গতবারের ন্যায় এবারও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহ:বার অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে রানীগঞ্জ ফেরীঘাটে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার দর্শক নদীর তীরে জড়ো হয়। গ্রামবাংলার প্রাচীণ এই জলক্রীড়া প্রতিযোগিতায় নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের পঙ্কীরাজ, একই ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের সাজুর শাহ তরী,
নবীগঞ্জের হালিতলা গ্রামের শাহজালাল তরী, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের হযরত শাহ কুতুবউদ্দিন তরী, আলাগদি গ্রামের সোনার বাংলা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তিলক শাহার পাড়া বাংলার প্রবন।
এসময় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা নারী-পুরুষ শিশু সহ সকল বয়সী হাজার হাজার দর্শকরা প্রখর রোদ, গরম উপেক্ষা করে ঐতিহ্যের এই বিনোদন দেখে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
তুমুল প্রতিযোগিতা শেষে তিলক শাহাড় পাড়া ইউনিয়নের চক তিলক গ্রামের বাংলার পবন প্রথম ও পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শাহ কুতুবউদ্দিন তরী দ্বিতীয় এবং নবীগঞ্জের বাগাউড়া গ্রামের উড়াল পঙ্কী তৃতীয় স্থান অর্জন করে।
আয়োজন কমিটির সদস্যরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার জাতিয়পার্টির সাধারন সম্পাদক এম.এ রব, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মখলিছ মিয়া,
জগন্নাথপুর ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আয়োজক কমিটির সদস্য কামাল উদ্দিন, আবুল হোসেন লালন,সালেহ আহমদ, বাবু ধনেশ রায়, আরজান মিয়া, হারুন মিয়া, হিরা মিয়া, হারুন মিয়া (২), শাহী আহমদ,
সালেহ আহমদ, শাহানুর আহমেদ শানুর, মমরাজ হোসেন রাজ, গুলজার মিয়া,দিদার আহমদ সুমন, কাউছার মিয়া, লিলু মিয়া, জিয়াউর রহমান, সেবুল মিয়া, আওয়াল মিয়া, রাজীব তালুকদার, মাছুম আহমেদ, ইকবাল হোসেন, মঞ্জুর ইসলাম মঞ্জু, জালাল মিয়া, মালেক উদ্দিন, সাজু মিয়া, আল-আমিন মিয়া, রানা মিয়া, আকরাম হোসেন, জাকির হোসাইন, আকবর হোসেন, দুলন মিয়া, মির্জা হোসেন, তোফায়েল আহমেদ, শফু মিয়া,
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ, এসআই আফছার, আবু তাহের রুহান, জাকির হোসেন, সিদ্দিক আহমদ, রাসেল, সাংবাদিক শাহ এসএম ফরিদ, গোলাম সারোয়ার,জুয়েল আহমদ সহ নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার নারী-পুরুষ কুশিয়ারা নদীর তীর কানায় কানায় পরিপূর্ণ ছিল।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply