কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরার লক্ষ্যে ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে আজ থেকে (৪, ৫ ও ৬ অক্টোবর) পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের জেলা-উপজেলা পর্যায়ে এই মেলার শুভ উদ্বোধন করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার প্রথমদিন বৃহস্পতিবার (৪অক্টোবর)সকাল ১১ঘটিকায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১১.৩০ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)বিষয়ক সেমিনার,দুপুর ১২ ঘটিকায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, বিকাল ৪ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন নুর, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই,
পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দীন, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলী আমজদ, যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের,
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান,শফিক আহমদ কালাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম.হাবিবুল্লাহ জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর রেদওয়ান মনা প্রমুখ।
মেলায় বর্তমান সরকারের বিগত সময়ের উপজেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরাসহ বিভিন্ন উদ্যোক্তাদের নানা প্রকল্প তুলে ধরা হয়। সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের ৪৬ টি স্টল বসছে। স্টলগুলোতে সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ডকুমেন্টারি দেখানোসহ তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply