আজজের স্বদেশ ডেস্ক::
পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সাত শীর্ষ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ অক্টোবর ) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করবেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা হয়।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply