স্বদেশ ডেস্ক::
সাভারের পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এসিডে দগ্ধ তিন শ্রমিক। বুধবার এসব ঘটনা ঘটে।
সাভারে রাশেদা আক্তার নামের এক (৩৪) নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে সাভারের নামাগেন্ডা পাগলার মোড় এলাকার জনৈক আবেদ খাঁনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে নিজ ভাড়া ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয় ডেনিটেক্স কারখানার অপারেটর রাশেদা আক্তারের লাশ দেখতে পায় স্বামী মানিক মৃধা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
নিহত গৃহবধূর বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানার আড়াপাড়া গ্রামে।
অন্যদিকে আশুলিয়ার মাদারটেক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রুবেল মিয়া বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সাভারের বিসিক শিল্পনগরীর মিতালী ট্যানারিতে ট্রাক থেকে এসিডের ড্রাম নামানোর সময় ড্রাম ফেটে ওই কারখানার তিন শ্রমিক হাসেম (২৬) সুমন (২৬) ও বাশার (৪৮) দগ্ধ হয়েছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply