স্বদেশ ডেস্ক::
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরহামপুর মাঠ থকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য গোলাম ফারুক জানান, স্থানীয়রা নয়ালাভাঙা ইউনিয়নের ওই মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি। এমনকি তিনি কীভাবে মারা গেছেন, তা-ও জানা যায়নি।
শিবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে সাদা পাঞ্জাবি এবং লুঙ্গি রয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply