বিশেষ প্রতিনিধিঃ
নবীগঞ্জের প্রবীন সাংবাদিক মানবতার সেবক এবং মানুষ গড়ার কারিগর অবঃ প্রাইমারী স্কুল শিক্ষক আব্দুল কাইয়ুম আজাদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।সহর্কর্মী সাংবাদিক ও আত্মীয় স্বজন সহ সবার শ্রদ্ধা, ভালবাসায় চির বিদায় জানানো হল।
আজ বুধবার সকাল ১০.১৫ মিনিটে হালিতলা গ্রামের জামে মসজিদের মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানা যার নামাজে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার বিকেল ৩:১০ মিনিটে উপজেলা সদরের হালিতলা বারৈকান্দি গ্রামে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ব্যক্তিগত জীবনে ১ কন্যা সন্তান মারা যাওয়ায় একমাত্র স্ত্রী, আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
উক্ত নামাজে জানাযায় অংশ গ্রহন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা,
জাবেদুল আলম চৌধুরী সাজু,বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী,উপজেলা মৎসজীবিদলের সভাপতি সাহেব আলী,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন,পৌর খেলাফত মজলিসের সভাপতি শাহ আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মছদ্দর আলী,সিনিয়র সাংবাদিক এসআর চৌধুরী সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,
এমএ আহমদ আজাদ,আবু তালেব,মোঃ সরওয়ার শিকদার,এম,মুজিবুর রহমান,হাবিবুর রহমান চৌধুরী শামীম,সেলিম তালুকদার, ছনি চৌধুরী, আমির হামজা,সাবেক চেয়ারম্যান মাওলানা নুরুল ইসলাম,মাওলানা নুরুল হক,
শিল্পপতি সাহিদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,জেলা জমিয়ত নেতা আব্দুল কাদির হুসাইনী,আওয়ামীলীগ নেতা আনছার উদ্দিন,রফিক মেম্বার,বিএনপি নেতা নুরুল ইসলাম,মাস্টার ইদ্রিছ মিয়া,হারুন মিয়া,,বিশ্ব পত্রিকা বিতানের এজেন্ট মোশাহিদ আলী,নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, সাংস্কৃতিক,সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply