সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং ও সাইকেল র্যালীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাইকেল র্যালীর উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ও অতিরিক্ত সচিব মো: দিলোয়ার বখত।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রেসব্রিফিং। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ বলেন, ৪-৬ অক্টোবর তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান, বির্তক প্রতিযোগিতা, কুস্তিখেলা, যাত্রা পালাসহ নানান আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: হারুন অর রশিদসহ গণমাধ্যমকর্মীরা।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply