আন্তর্জাতিক ডেস্ক::
আফগানিস্তানে একটি নির্বাচনী প্রচারণার সভায় মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
শুক্রবার ( অক্টোবর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে মারাত্মক বোমা হামলা। সংসদীয় আসনের প্রার্থী আব্দেল নাসের মোহাম্মদের সমর্থকরা কামা জেলায় প্রচারণার জন্য সমবেত হলে ওই হামলা চালানো হয়।
আফগানিস্তানে আগামী ২০ অক্টোবর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাল্বান ও আইএস উভয় গোষ্ঠীই সবাইকে এই নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে।
প্রাদেশিক গভর্নর আতাউল্লাহ খোগিয়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নাসের মোহাম্মদ ওই হামলার পরও বেঁচে গেছেন। কিন্তু তিনি আহত হয়েছেন কিনা সে সম্পর্কে কিছু বলেননি গভর্নর।
বিস্ফোরণের ধাক্কায় সমবেত প্রায় ২৫০ মানুষের ওপর ভবনের ছাদ ধসে পড়ে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর এই বছরটিই সবচেয়ে দেশটির জন্য মারাত্মক ছিল। ২০১৮ সালে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জঙ্গিরা নির্বাচন বানচাল করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেখানে সহিংসতাও বৃদ্ধি পাচ্ছে।
দেশটিতে এবছর নির্বাচনে অংশ নিচ্ছে ২,৫০০ প্রার্থী।
আজজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply