আজকের স্বদেশ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের দুলুত ইস্ট হাই স্কুলে ১১ তম গ্রেডে অধ্যয়নরত শানজ হেই নামের একজন ছাত্রী লিখেছেন, ‘আমি গত পাঁচ বছর ধরে হিজাব পরিধান করে আসছি। গত পাঁচ বছর যাবত আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটির মুখোমুখি হয়েছি তা হচ্ছে- আমি আমার নিজের পছন্দ অনুযায়ী হিজাব পরিধান করি কিনা। হিজাব সম্পর্কে অমুসলিমদের সচরাচার সাধারণ ভুল ধারণা হচ্ছে- ইসলাম নারীদেরকে হিজাব পরিধান করতে বাধ্য করে, নারীদেরকে হিজাবের মাধ্যমে দমিয়ে রাখে এবং হিজাব শুধুমাত্র নারীদেরই পরিধান করতে হবে। একজন হিজাবী মুসলিম নারী হিসেবে আমি মনে করি এসব ভুল ধারণা দূর করা আমার দায়িত্ব।
বাস্তবিক অর্থে পবিত্র কুরআনে নারীদেরকে হিজাব পরিধান করতে বলা হয়েছে। কুরআনে নারীদেরকে বলা হয়েছে- নারীরা অবশ্যই একটি কাপড়ের টুকরোর মাধ্যমে তাদের ‘ইজ্জত আব্রু এবং মাথা ঢেকে রাখবে।’ এমনকি পবিত্র কুরআন হিজাব পরিধান না করার জন্য কোনো শাস্তির বিধান দেয়নি। তথাপি ইসলামিক দিক থেকে হিজাব পরিধান করা হচ্ছে নারীদের প্রতি একটি আধ্যাত্মিক আদেশ যা পালন করার অধিকার প্রত্যেক নারীর রয়েছে। তবে কোনো পুরুষ বা অন্য কাউকে নারীদেরকে হিজাব বাধ্য করার জন্য আদেশ দেয়া হয়নি।
হিজাব সম্পর্কে আরেকটি ভুল ধারণা হচ্ছে এটি নারীদেরকে তাদের নিজস্বতা প্রকাশে বাধা দেয়। আমি যখন উচ্চ বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ছিলাম তখন আমি শ্রেণীকক্ষে প্রবেশের সময় আমার হিজাব খুলে রাখতাম। সেময় আমার একজন সহপাঠী আমার কাছে জানতে চেয়েছিল- কেন আমি আমার এত সুন্দর চুল ঢেকে রাখি? আর অতি সম্প্রতি আমার একজন বন্ধু আমাকে জানিয়েছিল যে, হিজাব আমার নিজস্বতা কেড়ে নিচ্ছে। আমি বলতে চাই,আমার হিজাব শুধুমাত্র আমার মাথা ঢেকে রাখার জন্য একটি কাপড়ের টুকরো নয়, বরং এটি আমার জন্য একটি আধ্যাত্মিক আদেশ। আমি তখন থেকে হিজাব পরিধান করা শুরু করেছি যখন আমি এর গভীর গুরুত্ব বুঝতে সক্ষম হয়েছিলাম।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply