বিনোদন ডেস্ক::
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় এক প্রতিযোগী H2O রেস্টুরেন্টকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার পর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানান। আর তাতে সেই তরুণী সাড়াও দেন। তিনি সোমবার রাতে H2O রেস্টুরেন্টে গিয়ে ছবিও তোলেন। আর এমন ছবি H2O কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেন।
মঙ্গলবার দুপুরে H2O রেস্টুরেন্টে গিয়ে জানা যায়, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের নাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার পর সর্বত্র আলোচনায় চলে আসে। আর এমন সংবাদে নতুন অনেক কাস্টমার H2O সম্পর্কে জানতে চান। অনেকে রেস্টুরেন্টের ঠিকানা খুঁজে চলে আসেন। এরপরই কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন।
ধানমণ্ডির ৭/এ’ তে গিয়ে H2O রেস্টুরেন্টের ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা যায়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তরুণীর ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেস্টুরেন্টের কাস্টমাররা কর্তৃপক্ষকে অনুরোধ করেন তরুণীকে আমন্ত্রণ করার জন্য। পরে কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানালে তিনি সাড়া দেন। রেস্টুরেন্টে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
ঘটনার সূত্রপাত হয় গত রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শোতে। এক প্রতিযোগীকে প্রশ্ন করা হলো: H2O মানে কী? উত্তরে প্রতিযোগী অনেকটা সময় কাচুমাচু করে বললেন, ধানমণ্ডিতে একটা রেস্টুরেন্ট আছে এই নামে…। এরপর থেকে বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় ট্রল চলছে।
আর কৌতূহলী মানুষ লেগেছে এর পেছনে, আদৌ কি এমন রেস্টুরেন্ট আছে কি না? আর থাকলেও এর অবস্থান ঠিক কোথায়? এসব ঘটনার পর গণমাধ্যমও এর খোঁজ নেয়। পেয়ে যায় রেস্টুরেন্টটির খোঁজ।
H2O আসলে পানির রাসায়নিক নাম (chemical formula)। পানিতে মূল দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে। এ জন্য সংক্ষেপে এর রাসায়নিক নাম দেয়া হয়েছে H2O।
সাধারণত মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিষয়টি খুবই পরিচিত। বিজ্ঞানের পড়েননি কিন্তু যারা চাকরির জন্য পড়াশোনা করেন তাদের কাছে এটি একেবারেই সাধারণ বিষয়।
কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ একটি আসরে যারা প্রতিযোগিতা করছেন তারা এমন সাধারণ বিষয় না জানায় নেটিজেনদের সমালোচনায় পড়েছেন।
তবে H2O পানির রাসায়নিক নাম হলেও এই নামে বিশ্বে অনেক প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের ব্যান্ড দল রয়েছে এ নামে। H2O নামে প্রায় ১০টি মুভিও তৈরি হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply