মোঃ তাজুদুর রহমান::
মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষ্যে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ ২ অক্টোবর সকালে।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালা উদ্দিন ও সহকারী জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার।
বক্তব্য রাখেন,দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সম্পাদক এস.এম উমেদ আলী, সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ, নজরুল ইসলাম মুহিব, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আকমল হোসেন নিপু, তমাল ফেরদৌস দুলাল, বকসি মিছবাউর রহমান, মশাহিদ আহমদ, মতিউর রহমান, হাসনাত কামাল, দুরুদ আহমদ, হোসাইন আহমদ, মাহমুদ এইচ খান, এ.এস কাঁকন, আব্দুল বাছিত খান, এম সাইদুল ইসলাম ও আব্দুল কালাম প্রমুখ।
সারা দেশের ন্যায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৪ থেকে ৬ অক্টোবর উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলার শুরুতে বর্ণাট্য র্যালি, আলোচনা সভা ও সরকারের বিভিন্ন উন্নয়ন শীর্ষক ডিসপ্লে প্রদর্শন করা হবে এবং পুলিশ, ব্যাংক বীমাসহ শতাধিক ষ্টল অংশ গ্রহন করবে। মেলায় শ্রম মন্ত্রনালয়ের অধীনে ১০জন শ্রমিক পরিবারকে অনুদান প্রদান করা হবে এবং অংশ গ্রহণকারী বিভিন্ন ষ্টলকে সনদপত্র প্রদান করা হবে। প্রেস কনফারেন্স জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply