বিশ্বনাথ প্রতিনিধি::
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের সিঙ্গেরকাছ রোডস্হ রহমাননগর গ্রামের পানি নিষ্কাশনের জন্য সরকারি খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কালভার্ট নির্মাণ ও রামপাশা-বৈরাগী বাজার-সিংগেরকাছ সড়কের সংস্কারের দাবীতে এলাকাবাসী স্মারকলিপি প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (২অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ স্মারকলিপি দেওয়া হয়।
প্রদত্ত স্মারকলিপিতে তারা অভিযোগ করেছেন, উপজেলার রহমাননগর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী (১) লাল মিয়া, ছুরত মিয়া, তুরন মিয়া ও বাদশা মিয়া, পিতামৃত: ছিদ্দেক আলী। (২) আলতাব আলী, পিতা মৃত: আলকাছ আলী,(৩) নূর উদ্দিন, পিতা মৃত: হাসিম আলী (৪) হাজী আহমদ আলী, পিতা মৃত: মামন্দ আলী ও সড়কের পাশে অন্যান্য বসবাসকারীরা প্রায় সাড়ে তিনশত বছরের পুরোনো পানি নিষ্কাশনের সরকারি খাল দখল ও ভরাট করে বাড়ির বাউন্ডারি দেয়াল, দোকান ও বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করার ফলে রহমাননগর গ্রামের মাঝখানে বৈরাগীবাজার-সিঙ্গেরকাছ সড়কের উপর স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
যার ফলে এখানে বিশাল বিশাল গর্ত ও অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। ভয়ংকর রূপ ধারণ করেছে অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এ সড়কটি। বিশেষ করে লাল মিয়া গং খালের উপর বাউন্ডারি দেয়ালের নিচের দিকে ছোট একটি সুড়ঙ্গ ২০১৭ সালের বর্ষাকালে সম্পূর্ণ বন্ধ করে দিলে রাস্তাটি প্রায় জলাশয়ে পরিণত হয়ে যায়। যার ফলে যানবাহন ও পথ চারিদের চলাচলে মারাত্মœক সমস্যা সৃষ্টি হয়।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করেছেন, সিলেট-টুকেরবাজার সড়কের সবচে গুরুত্বপূর্ণ উল্লেখিত অংশটি পরিপুর্ণভাবে সংস্কার করতে হলে
১। অবৈধভাবে দখল করে নেওয়া সরকারি খালের উপর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের খাল উদ্ধার করতে হবে।
২। মরহুম মছদ্দর আলীর বাড়ির রাস্তার সামনে একটি কালভার্ট নির্মাণ করতে হবে। (উল্লেখ্য, পানি চলাচলের জন্য এখানে পাকিস্তান আমল থেকে একটি টিনের পিপা(পাইপ) বসানো ছিল কিন্তু সড়ক পাকা করার সময় ঠিকাদার এখানে কালভার্ট নির্মাণ না করে মাটি চাপা দিয়ে চলে যায়।)
৩। উল্লেখিত পিপা থেকে প্রায় ১০০ ফুট উত্তরদিক মরহুম আব্দুল মান্নান এর বাড়ির পিছনে একটি কালভার্ট নির্মাণ করতে হবে।
৪। নূর ইসলামের বাড়ির রাস্তার সামনে একটি কালভার্ট নির্মাণ করতে হবে।
৫। রামপাশা – বৈরাগীবাজার – সিঙ্গেরকাছ সড়ক সংস্কার এবং এ সড়কের পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মাণ করতে হবে।
এলাকাবাসীর এদাবীগুলো অতিসত্তর বাস্তবায়নের জন্য জোর দাবী জানিয়েছেন।
এসময় এলকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন- কবি ও কলামিষ্ট সাইদুর রহমান সাঈদ, শফিকুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আহমদ, কাজী ফয়জুর রহমান, সংগঠক আনহার আলী, মশরফ আলী, মনসুর আলী, পার্থ সারথী দাস পাপ্পু, কাউছার আহমদ, জনি দাস প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply