এম এ মোতালিব ভুইয়া::
দোয়ারাবাজার উপজেলার ৮নং বগুলা ইউনিয়নের বগুলা রোসমত আলী-রামসুন্দর স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির কার্যক্রম ৬ মাসের জন্যে স্থগিত করেছে হাইকোর্ট। সেই সাথে সচিব শিক্ষা মন্ত্রণালয়, সিলেট বোর্ড ডিপুটি ডাইরেক্টরসহ ৮জন বিবাদীর বিরুদ্ধে রুলনিশি জারি করেছে আদালত।
গত ২৩সেপ্টেম্বর ২০১৮ বগুলা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাফর আলী খান এক রিট নং ১১৮৪০/২০১৮ আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয় বেঞ্চ এ আদেশ দেন।
একই আদেশে হাইকোর্ট সচিব শিক্ষা মন্ত্রণালয়, ডিপুটি ডাইরেক্টর সিলেট শিক্ষা বোর্ড, কলেজ পরিদর্শক,সিলেট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক সুনামগঞ্জ, জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ, উপজেলা নিরবাহী অফিসার দোয়ারাবাজার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসার গর্ভনিংবডি ইলেকশন ২০১৮ ও বগুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে ৪ সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলেছে। হাইকোর্টের এ আদেশের ফলে নতুন গর্ভনিংবডির সভা, সমাবেশসহ কোনো কার্যক্রম করতে পারবে না।
এ ব্যাপারে বগুলা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জাফর আলী খান বলেন, আমি বিধি মোতাবেক ২০০৯সালের উক্ত স্কুল এন্ড কলেজের সমস্থ ভুমি দান করায় যুগ্মজজ আদালত সুনামগঞ্জ আমাদের দুই ভাইকে এক রায়ে প্রতিষ্ঠাতা তালিকায় অন্তরভুক্ত করে,আমার বড় ভাই মারা যাওয়ায় আমিই একমাত্র প্রতিষ্ঠাতা সদস্য। কিন্তু বিধি বহির্ভুতভাবে আমাকে বাদ দিয়ে গর্ভনিংবডি সিলেট বোর্ড অনুমোদন করে। যার প্রেক্ষিতে বিধি বহির্ভুত গর্ভনিংবডির অনুমোদন করলে হাইকোর্ট এ আদেশ দেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply