স্পোর্টস ডেস্ক::
সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ইতোমধ্যে এই দুই দল নিজেদের গ্রুপে পাকিস্তানের বিপক্ষে প্রথম খেলায় জিতে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে নেপাল-বাংলাদেশ ম্যাচ শুরু হবে।
জানা গেছে, নেপালের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে ড্র করলেই চলবে। কারণ গোল গড়ে এগিয়ে রয়েছে বাংলাদেশের মেয়েরা। অপরদিকে নেপালকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাদের জিততেই হবে। এর বিকল্প নেই।
বাংলাদেশ- নেপাল উভয় দলই ‘বি’ গ্রুপে রয়েছে।
এ ছাড়াও অন্য গ্রুপে রয়েছে ভারত, ভুটান এবং মালদ্বীপ। বাংলাদেশ ও নোপাল মাঠে নামার আগে ভারত ও মালদ্বীপ বিকাল ৪টায় খেলবে।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply