স্বদেশ ডেস্ক::
হবিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মাসুদ আহমেদ (৬৫) নামে ঠিকাদার নিহত হয়েছেন। এ সময় অল্পের জন্য বেঁচে গেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।
মঙ্গলবার সকালে শহরের টাউনহল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ আহমেদ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান প্রতিদিন ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন। মঙ্গলবারও নিয়মিতভাবে ৪-৫ লোকসহ হাঁটতে বের হন। তারা টাউনহল রোডের বলাকা ডেকোরের্টাসের কাছে পৌঁছলে শায়েস্তগঞ্জ থেকে হবিগঞ্জ শহরমুখী একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে এসে ঠিকাদার মাসুদ আহমেদের উপর তুলে দেয়। এ সময় অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মাসুদ আহমেদের পাশেই ছিলেন।
এদিকে গুরুতর আহত অবস্থায় মাসুদ আহমেদকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাসুদ আহমেদ মারা যান।
এদিকে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে এমপির বাসায় দলীয় নেতাকর্মী এসে ভিড় জমায়। তাদের দাবি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপি মজিদ খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
ঘটনার পর পরই হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ নিহতের বাসায় যান। তিনি লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণের জন্য স্বজনদের অনুরোধ করেন। কিন্তু নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করতে চাওয়ায় পুলিশ লাশের ছুরতহাল তৈরি করে চলে যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনার ৩ ঘণ্টা পর সংবাদ পেয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত পিকআপ চালকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply