আন্তর্জাতিক ডেস্ক::
গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করেছে কাতালোনিয়া আওয়ামী লীগ (একাংশ)।
সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের (বাদল) সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছা, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তৌফিক উজ্জ্বামান সহজ, প্রচার সাম্পদক সালেহ আহমেদ সোহাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, সহসভাপতি হানিফ শরিফ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী জাফার হোসাইন, শরিফ আহমেদ সাধন, মোশাররফ বেপারী, কামরুল মাহমুদ, শ্যামল, হুমায়ূন কবির মামুন,আলী হোসেন জুয়েলসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করে, তার নেতৃত্বে বাংলাদেশকে এশিয়ার মধ্যে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আহ্বান জানান। বক্তারা তার ৭২তম জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপনসহ তার দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply