আন্তর্জাতিক ডেস্ক::
হাইপারসনিক বা শব্দের চেয়ে গতির ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষায় সফল হয়েছে চীন। ফলে মিসাইল পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি।
পরীক্ষা চালানো তিনটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র (wide-speed-range vehicles মডেল) শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটতে পারে। খবর আনন্দাবাজর পত্রিকা।
খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের ২১ তারিখে চীনের উত্তরপশ্চিমে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই মিসাইলগুলি পরীক্ষা চালানো হয়।
ওই মিসাইল পরীক্ষার ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, D18-1S, D18-2S এবং D18-3S তিনটি ভিন্ন মডেল; যাদের প্রত্যেকটির আলাদা আকৃতি রয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply