মোঃ তাজুদুর রহমানঃ
মৌলভীবাজারে শহর থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যাবার সময় ৪ ছিনতাইকারীকে আটক করেছে জনতা।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামের সম্মুখ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,জগন্নাথপুর এলাকার শওকত আহমদ এর ছেলে ওবায়দুল হক রাহি (১৯) একই এলাকার আছমত আলীর ছেলে ইমন আহমদ (১৮),পাহাড় বষির্জোড়া এলাকার বিনোজ কর এর ছেলে রিংকু কর (১৮) ও জগন্নাথপুর এলাকার মনির মিয়ার ছেলে কায়ুম আহম্মদ (১৮)।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সোহেল আহম্মদ জানান, সন্ধ্যায় শহরের পৌরসভার সম্মুখ থেকে কয়েক জন ছাত্রদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের ধাওয়া করে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্টেডিয়াম এলাকায় চার ছিনতাইকারিদের ধরে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে আসে।
পরে তাদের কাছ থেকে নগদ ৫শত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply