জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর শহরের উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) সহায়তায় পল্লী উন্নয়ন ও সমবায় কমিটির বাস্তবায়নে মহিলা সমবায়ীদের আয়-বধনমূলক ক্রিস্টাল সামগ্রী উৎপাদন বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.ফারজানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন সময়বায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, জাইকার প্রজেক্ট কর্মকর্তা রাজিব কুমার প্রমুখ। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ক্রিস্টাল সামগ্রীর তৈরীর প্রশিক্ষক রানীগঞ্জ ইউনিয়নের সদস্যা মোছা. রুকসানা আক্তার ও আশরাফুল ইসলাম। সভায় বিভিন্ন ইউনিয়ন আসা নারী উদ্যোগক্তাগন উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।