আজকের স্বদেশ ডেস্ক::
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি বলেছেন, ইসলামী মূল্যবোধ থেকে কওমি মাদরাসা শিক্ষাকে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ সরকার। অতীতে মাদরাসা শিক্ষা চরমভাবে অবহেলিত ছিল। তাই জাতীয় শিক্ষানীতিতে মাদরাসা শিক্ষাসহ ইসলামী মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার ইসলামী শিক্ষার পুনর্গঠনে যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) পাবনা ঈশ্বরদী আমবাগান জামি আ ছিদ্দীকিয়া (লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা) প্রাঙ্গণে কওমি শিক্ষা কারিকুলামে সর্বোচ্চ স্তরে দাওয়ায়ে হাদীস (তাকমীল)কে সরকারিভাবে মাস্টার্সের সমমান প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, যৌক্তিক ও যুক্তিসংগত ইসলামী শিক্ষার স্বীকৃতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সংসদে বিল পাস আকারে প্রদান করা হয়েছে। কারণ মানবতার মা বলে খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহাজ্জুত ও ফজরের নামাজ আদায় শেষে জায়নামাজে বসে কোরআন তিলাওয়াত করেন। তারপর প্রতিদিনের রুটিন মোতাবেক রাষ্ট্রীয় কাজ শুরু করেন। তিনিই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের হিসেবে বিশ্ব দরবার থেকে স্বীকৃতি এনেদিয়েছেন।
মন্ত্রী নিজেকে শেখ হাসিনার সৈনিক বলে উল্লেখ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় ঈশ্বরদীর উন্নয়ন অগ্রযাত্রা চলমান রয়েছে। পাকশী পদ্মা নদীতে সেতু নির্মাণ, সাঁড়া নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ, ইপিজেড, ঈশ্বরদী-পাবনা রেল সড়ক স্থাপন, ঈশ্বরদী আটঘড়িয়া এলাকায় শতভাগ বিদ্যুৎ সংযোগ স্থাপন, রাস্তাঘাট সংস্কার, মেরামত ও নতুন পাকা সড়ক নির্মাণ, স্কুল, কলেজ, মাদরাসা স্থাপন, ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ সকল ধরনের উন্নয়নমূলক কাজে শেখ হাসিনার সৈনিক হিসেবে কাজ করে চলেছি। প্রধানমন্ত্রীর উন্নয়নের এ মহাসড়ক থেকে বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারো জয়যুক্ত করার আহ্বান জানান। সেই সঙ্গে উন্নত বাংলাদেশ গড়ে তোলার কর্মযজ্ঞকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, অধ্যক্ষ আল্লামা সামছুদ্দিন বুখারী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোস্তফা, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মুফতি আ. লতিফ, মুফতি মুজাহিদুল ইসলাম, মুফতি আ. মুমিন ও মাওলানা আ. হাই নাটোরী। মানপত্র পাঠ করেন মাওলানা আ. হাই নাটোর।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply