আজকের স্বদেশ ডেস্ক::
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল ভাঙচুর করেছেন বিক্ষুদ্ধ জনতাসহ নিহতের স্বজনরা। খবর পেয়ে হাসপাতালের চার মালিক ও ডাক্তারসহ নার্সকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে ফতুল্লার পাগলা বাজার এলাকার নিউ পপুলার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শিল্পি বেগম (৩২) ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার রং মিস্ত্রি আলমগীর হোসেনের স্ত্রী।
আটকরা হলেন- হাসপাতালের মালিক ডা. মজিবুর রহমান, মাসুম আহমেদ, আহম্মদ আলী খান ও কামরুন্নাহার এবং মেডিকেল অফিসার ডা. জামিল আহমেদ ও নার্স সুরমা বেগম।
নিহতের স্বামী আলমগীর হোসেন জানান, শিল্পি বেগম ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে নিউ পপুলার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার জেসিকা রিজভী তামান্না পরীক্ষা করে বলেন গর্ভের বাচ্চা নরমাল আছে তবে পানি ভাঙছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।
এতে শিল্পিকে গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর থেকেই হাসপাতালের লোকজন বলছিল অপারেশন করতে হবে। তখন গর্ভের সন্তান নরমাল থাকলে অপারেশন কেন জানতে চাইলে তারা দ্রুত রক্ত আনতে বলে। তিনি রক্ত জোগাড় করতে গেলে কারো কোনো অনুমতি ছাড়া অপারেশন করে সন্তান বের করে চিকিৎসকরা। এ সময় সন্তানসহ তার স্ত্রী মারা যান।
তিনি বলেন, ‘আমি রক্ত এনে দেখি শিশুটির গলা কাটা আর আমার স্ত্রীর নিথর দেহ বেডে পড়ে আছে। নার্স ও ডাক্তাররা বলছে আপনার স্ত্রীকে ঢাকা মেডিকেলে নিতে হবে। তখন তারাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। এতে আমার সন্দেহ হলে তাদের লোকজনই জানায় আমার স্ত্রী মারা গেছে। আমি এর বিচার চাই।’
তবে হাসপাতাল মালিক কামরুন্নাহার বলেন, যখন পেটের পানি ভাঙা শুরু হয়েছে তখনই বলেছি রোগীকে অপারেশন করতে হবে, রক্ত সংগ্রহ করেন। কিন্তু রোগীর স্বামী তা যথাসময় করেনি। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে শুক্রবার রাত ১২টায় তাকে অপারেশন করা হয়।
অপারেশনের সময় রোগী স্ট্রোক করেন। এরমধ্যেই অপারেশন করে ৫ মাসের শিশুটিকে পেট থেকে মৃত অবস্থায় বের করা হয়। রোগীর অবস্থা গুরুতর মনে হলে আমরা তাকে শুক্রবার রাত একটায় ঢাকা মেডিকেলে পাঠাই। আমাদের চিকিৎসায় কোনো ভুল ছিলো না।
ফতুল্লা মডেল থানার এসআই দিদারুল আলম জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি শান্ত রাখতে এবং ঘটনার আসল তথ্যের পেতে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply